প্রিয় বড়রা,
আশা করি আপনারা সকলে ভালো আছেন।
আইআইটি বোম্বে ক্যাম্পাসে আবারও শুরু হয়েছে সরস্বতী পুজোর তোড়জোড়। আপনাদের অনেকেই ছাত্রজীবনে এই পুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সময়ের সাথে পুজোর ধরণ, ব্যাপ্তি বদলেছে, কিন্তু সেই চিরন্তন উৎসাহ আর আবেগ আজও অমলিন। সেই ধারা বজায় রাখার দায়িত্ব এইবার আমাদের কাঁধে।
১. ম্যাগাজিন 'স্বর ও লিপি':
আমাদের এবারের বাংলা ম্যাগাজিন 'স্বর ও লিপি'র চতুর্থ সংস্করণ প্রকাশিত হতে চলেছে। এবারের থিম 'যা ইচ্ছে তাই'। আপনাদের সময়ের পুজোর কোনো স্মৃতি, পুরোনো ছবি, গল্প, কবিতা বা কোনো ডিজিটাল অঙ্কন পাঠিয়ে আমাদের এই সংখ্যাটিকে আরও সমৃদ্ধ করে তোলার অনুরোধ রইল।
স্মৃতি বা লেখা পাঠানোর লিঙ্ক: স্বর ও লিপি (Swar-O-Lipi) চতুর্থ সংখ্যা (Last Date for submissions: 12th January, 2026)
২. আমন্ত্রণ ও কালচারাল অনুষ্ঠান:
এবারে পুজো পড়েছে ২৩শে জানুয়ারি (নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে)। আপনাদের সকলের জন্য পুজোর সাদর আমন্ত্রণ রইল। ২৪শে জানুয়ারি আমাদের কালচারাল অনুষ্ঠান আয়োজিত হবে। আপনারা যদি সেদিন কোনো পারফরম্যান্স (গান/কবিতা/স্মৃতিচারণ) করতে চান, তবে নিচের ফর্মে নাম নথিভুক্ত করতে পারেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ফর্ম: Google Form
৩. অনুদান (Donation):
আর সব শেষে, পুজোর আয়োজনে আপনাদের আর্থিক সহযোগিতা ও অনুদান আমাদের অনেকটা পথ এগিয়ে দেবে। আপনারা এই UPI ID তে (5548425083768@cnrb) পেমেন্ট করে ডোনেট করতে পারেন এবং পেমেন্টের স্ক্রিনশটটি এই লিঙ্কে আপলোড করে দেবেন।
পুনশ্চ: এবছর সরস্বতী পূজোর দিন পড়ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে। ওনার আর আপনাদের সকলের আশীর্বাদে এবারের পুজো সার্থক হয়ে উঠুক—এই কামনাই করি।
সোমদীপ
ছাত্র অধ্যক্ষ (Student General Secretary)
সরস্বতী পূজা ২০২৬,
আইআইটি বম্বে