শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূজিতা মুনিভিঃ সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
ক্যাম্পাসের অহরহ রোজনামচার ফাঁকে, মুম্বাইয়ের নরম রোদ আর হালকা শীতের আমেজে, সরস্বতী পূজা আই আই টি বম্বের ক্যাম্পাস নিবাসীদের কাছে একফালি উৎসবের বাতাবরণ। বাগদেবীর আরাধনা এবং সকল সাংস্কৃতিক পরিবেশনার মাঝে এই দুটি দিন যেন বাঙালিয়ানার স্নিগ্ধ আনন্দানুষ্ঠান। ২০২৩ থেকে এই সাংস্কৃতিক মহোৎসবের সাথে সংযুক্ত হয়েছিল আরও এক নতুন অধ্যায়; বাংলা পত্রিকা - 'স্বর ও লিপি'-র পথচলা। সেই চলার পথের প্রথম পদক্ষেপে, স্বর ও লিপির উদ্বোধনী সংখ্যাকে সাফল্যমন্ডিত করে তুলতে আপনাদের যে সম্মিলিত প্রয়াস, তাকে আমরা বারংবার নতমস্তকে প্রণাম জানাই। আশা রাখি আপনাদের সহযোগিতায় এই বছরও আমরা সেই সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে পারবো। তাই, গত বছরের সেই স্বপ্নের বাস্তবায়নের উত্তরাধিকার হিসেবে স্বর ও লিপির চতুর্থ সংখ্যাকেও সফল করে তুলতে আমরা আবার আপনাদেরই মুখাপেক্ষী। আশা রাখি আপনাদের সেই উদারতা থেকে আমরা এবারও বঞ্চিত হব না।
আসন্ন সরস্বতী পূজার শুভলগ্নে (মাঘ ৯, ১৪৩২ ; ২৩ জানুয়ারি ২০২৬) চতুর্থ সংস্করণটি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
পত্রিকার রূপরেখা সম্পর্কে আরো বিশদে জানতে
স্বর ও লিপির তৃতীয় সস্করণটি দেখুন ।
কোন বিষয়ে সংশয় থাকলে সরাসরি যোগাযোগের জন্যঃ
ই-মেলঃ swarolipi.iitb@gmail.com